SS TV live
SS News
wb_sunny

Breaking News

আলমডাঙ্গা হারদির জামাল ৪০ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ আটক কারাগারে প্রেরন

 


 চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ  চুয়াডাঙ্গা পুলিশ ভালাইপুর মোড় থেকে ৪০ বোতল  ফেনসিডিল মোটরসাইকেলসহ আলমডাঙ্গা হারদির জামালকে আটক করেছে ।কারাগারে প্রেরন।   


জানা গেছে,  জাহিদুল ইসলাম পুলিশ সুপার চুয়াডাঙ্গা নির্দেশনার আলোকে মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় ৩০ অক্টোবর সকাল ৯ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ওসি চুয়াডাঙ্গা সদর থানা আবু জিহাদ ফখরুল আলম খান এর নেতৃত্বে  এসআই আহসানুর সহ সদর থানা পুলিশের একটি চৌকস টিম চুয়াডাঙ্গা সদর থানাধীন ভালাইপুর মোড়ে অভিযান চালিয়ে একটি রেজিস্ট্রেশন বিহীন victor-r 100cc  কালো রং এর মটরসাইকেল সহ মটরসাইকেল চালক/ আসামি  মোঃ জামাল উদ্দিন (৪৩) পিতাঃ নুরুল হক সাং হারদী থানাঃ আলমডাঙ্গা জেলাঃ চুয়াডাঙ্গা কে ৪০ ( চল্লিশ) বোতল ভারতীয় তৈরি কোডিন জাতীয় মাদক দ্রব্য ফেনসিডিলসহ( ওজনঃ ০৪ (চার) লিটার) হাতেনাতে আটক করে। আটককৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরন করা হয়েছে। 



Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন