যতকাল রবে পদ্মা, মেঘনা,গৌরী, যমুনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। এই স্লোগানকে সামনে রেখে
নারায়ণগঞ্জ টেলিভিশন এর উদ্দেগ্যে এবং নারায়ণগঞ্জ বাজার এর ব্যানারে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের জন্ম শতবর্ষ উদযাপন ও হৃদয়ে বঙ্গবন্ধু অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (খ) সার্কেল খোরশেদ আলম।
শনিবার(২৪ অক্টোবর) নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে অবস্থিত সাইরা গার্ডেন এই শুভ উদ্বোধন করা হয়।
"হৃদয়ে বঙ্গবন্ধু" নামে জেলার সাতশত ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ হাজার শিক্ষার্থীদের উপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন প্রতিযোগিতার উদ্বোধনি অনুষ্ঠান এটি
নারায়ণগঞ্জ টেলিভিশন এর চেয়ারম্যান ও সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাবের কার্যকারী সদস্য নুরনবীর সার্বিক সঞ্চালনায়
উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম, কাচপুর হাইউয়ে ওসি মনিরুজ্জামান, টি আই মেহেদি হাসান,সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাবের সভাপতি শেখ এনামুল হক বিদুৎ, সাধারণ সম্পাদক শওকত ওসমান সরকার রিপন, যুগ্ম সম্পাদক রাকিবুলহাসান, মাজহারুল ইসলাম রাসেল, মোগরাপাড়া ইউপি সদস্য, শিপন সরকার, মজিবর,সোনারগাঁ উপজেলা যুবলীগ এর প্রচার সম্পাদক,নাসিরউদ্দিন,ধর্মবিষয়ক সম্পাদক,নুরে আলম, তপন মাহমুদ প্রমুখ।
এসময় জমকালো ও মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় আয়োজিত অনুষ্ঠান।
একটি মন্তব্য পোস্ট করুন