SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে চলন্ত বাসে শিশুকে ধর্ষণ চেষ্টা

 




নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে যাত্রীবাহী বাসে ১১ বছরে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মিলন মিয়া (৩৩) নামে  এক হেলপারকে আটক করা হয়েছে। 

(২৯ অক্টোবর)  বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের কাঁচপুরে এ ঘটনা ঘটে।

গ্রেফতার মিলন মিয়া (৩২) চাঁদপুর জেলার কচুয়া থানার আশারাফপুর গ্রামের মোমেন মিয়ার ছেলে । এ ঘটনায় বাসটিও জব্দ করেছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর -ঢাকা চলাচলরত পদ্মা পরিবহন রেজিঃ নং ( মেট্রো ব) ১৪-১৩৮৬, চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার মকিমাবাদ উপজেলার লুনা আক্তার তাঁর ১১ বছর বয়সী মেয়েসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে ঢাকা যাচ্ছিলেন। পথিমধ্যে মদনপুর ক্রস করার পর হেলপার কৌশলে ওই শিশুকে গাড়ির পেছনের আসনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটি চিৎকারে তাঁর মা ও বাসের অন্যান্য যাত্রীরা এগিয়ে গিয়ে মেয়েটিকে উদ্ধার করেন।

পরে তারা ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে খবর দিলে বাসটি কাচঁপুর এলাকায় পৌঁছামাত্রই পুলিশ ব্যরিকেড দিয়ে হেলপার মিলন মিয়াকে আটক করে ও বাসটি জব্দ করে।

এ ব্যাপারে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, মেয়েটির মা বাদী হয়ে মিলন মিয়াকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতে হস্তান্তর করা হবে।


Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন