কিন্তু কাঁচপুর হাইওয়ে থানায় যোগ দেওয়ার পর থেকে ওসি মনিরুজ্জামান সততা ও দক্ষতার সহিত কাজ করতে পারছেন না।
কারণ হিসেবে তিনি জানান, নানা রাজনৈতিক নেতা কর্মী, সাংবাদিকরা প্রতিনিয়ত নানা ধরনের অগ্রহন যোগ্য বেআইনি তদবির নিয়ে আসেন।
যার ফলে ওনার আইন প্রয়োগ করতে সমস্যা সৃষ্টি হচ্ছে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে সার্বিক বিষয় নিয়ে আলোচনার এক সময় বলেন,কাঁচপুর হাইওয়ে থানার আওতাধীন, কাঁচপুর, মদনপুর, মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড, মেঘনা ঘাট এই সমস্ত এলাকার মহা সড়কের আশেপাশে ফুটপাত দখল করে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও কতিপয় সাংবাদিক দোকানপাট নির্মাণ করে অবৈধভাবে টাকা কামাচ্ছেন।
তাই তাদের অন্যায় অগ্রহণযোগ্য আবদার ও তদবিরের জন্য মহাসড়কের আশেপাশের দখলকৃত ফুটপাত উদ্ধার করতে পারছিনা।
এর জন্য সর্বসাধারণের মহাসড়ক এর আশেপাশের ফুটপাত দিয়ে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেন দেশ ও জনগণের কল্যাণে আমাদের এই অন্যায় আবদার ও তদবির করা থেকে বের হয়ে আসতে হবে।
তাহলেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে এবং জনগণের সেবা করার সুযোগ আসবে।
একটি মন্তব্য পোস্ট করুন