আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে আরজিনা আক্তার (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করে লাশ বাড়ীর পাশে গর্তে ফেলে দিয়ে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। পুলিশ আজ বৃহষ্পতিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে। নিহত আরজিনা স্থানীয় একটি কওমী মাদ্রাসার ছাত্রী।
নিহতের পিতা মাটি কাটার শ্রমিক রামচন্দত্রদী গ্রামের আকতার হোসেন জানান, বৃহষ্পতিবার ভোরে ফজরের নামাজ পড়ার জন্য তার মেয়ে আরজিনা ঘুম থেকে উঠে অজু করার জন্য ঘর থেকে বের হয়। এর পর থেকে তাকে আর খূঁজে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজা খূঁজির পর তার মরদেহ বাড়ীর পিছনে ঝোপের আড়ালে একটি গর্তে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তারা পুলিশে সংবাদ দেন। নিহতের চেহারা এবং সাড়া দেহে নির্যাতনের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনস্পেক্টর আজহারউদ্দীন পরিবারের বরাত দিয়ে জানান, আরজিনাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে সুরতহাল দেখে মনে হচ্ছে। তবে ময়না তদন্তের পরই সব পরিষ্কার বুঝা যাবে।
একটি মন্তব্য পোস্ট করুন