স্টাফ রিপোর্টারঃ-
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ।
ইতিমধ্যে করোনায় আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা ভিপি বাদলের সুস্থ্যতা কামনা করেন।
তথ্য মতে, প্রিয় নেতা ভিপি বাদলের সুস্থ্যতা কামনায় বন্দর উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ রোমান হোসাইনের উদ্যেগে উপজেলার ৫ টি ইউনিয়নের মধ্যে মদনপুর ইউনিয়নের বড় সাহেব বাড়ি জামে মসজিদে
রাজিব ভূইয়ার তত্বাবধানে,
ধামগড় ইউনিয়নের মালামত বাইতুন নাজাত জামে মসজিদে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম তন্ময়ের তত্বাবধানে,
সেনের বাড়ি জামে মসজিদে আওয়ামী লীগ কর্মী আনোয়ার হোসেনের তত্বাবধানে,মুছাপুর ইউনিয়নের দাসের গাঁও জামে মসজিদে আওয়ামী লীগ নেতা দেওয়ান আরিফুল আলম অপুর তত্বাবধানে ,বন্দর ইউনিয়নের মোল্লা বাড়ি জামে মসজিদে আওয়ামী লীগ নেতা আলমগীর হোসাইনের তত্বাবধানে, কলাগাছিয়া ইউনিয়নের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদে রবিউল আওয়াল রবি র তত্বাবধানে আজ শুক্রবার জুমার নামাজ শেষে মিলাদ মাহফিলের পর মোনাজাতের মাধ্যমে আল্লাহর দরবারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলের সুস্থ্যতা কামনা করা হয়।
এ বিষয়ে রোমান হোসাইন বলেন, বাদল ভাই আমার প্রিয় নেতা এবং আমার প্রিয় বড় ভাই। তিনি করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে অসুস্থ। তাই আমি সারাদেশ বাসীর কাছে বাদল ভাইয়ের সুস্থ্যতার জন্য দোয়া চাই । তিনি যেনো অতিদ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।
একটি মন্তব্য পোস্ট করুন