সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গাপূজার মহা নবমীর দিনে রোববার রাতে সোনারগাঁ পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন সোনারগাঁ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্র নেতা মোহাম্মদ হোসাইন।
এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের লোকজন ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও আর্থিক সহযোগিতা প্রদান করেন। পূজা পালনে যেন কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সোনারগাঁ ছাত্রলীগের সকল নেতা-কর্মীদের পাহারাদারের ভূমিকায় থাকার আহবান জানান।
তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক হয়ে পথ চলি। প্রত্যেকের ধর্মকে আমরা সম্মান করি। আসন্ন পৌরসভা নির্বাচনে তিনি সকলের সর্বাত্বক সহযোগিতা কামনা করেন।
পূজা মন্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা, সোনারগাঁ উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মীর গাড়ি ও মোটরসাইকেল বহর।
একটি মন্তব্য পোস্ট করুন