SS TV live
SS News
wb_sunny

Breaking News

কবিতা : দেবী_দুর্গা, লেখক, সেলিনা_হোসেন




 কবিতা : দেবী_দুর্গা  

লেখক, সেলিনা_হোসেন 

হঠাৎ দেখা অঞ্জলির দিন সকালে, 

মুগ্ধ হয়ে চেয়েছিলাম তোমার পানে। 

হারিয়ে ফেলেছিলাম নিজেকে,

কি জানি কোন অজানায়! 


শরতের শুভ্রতায় রাঙিয়েছিলে সেদিন নিজেকে।

ভাবিনি তো কোনদিন এ রকম ভাবে,

তোমার আমার দেখা হবে।

তোমার চোখে মুখে লেপ্টে ছিল ভয়, 

আর আমি মিটমিটিয়ে হাসছিলাম।


আবার দেখা অষ্টমীর দিন সন্ধ্যায়,

মায়ের সাথে ছিলে এলোকেশী। 

বাহ্ কি মিষ্টিমুখ হাসি খুশিতে মাখা,

তোমার ডিম্ব আকৃতির মুখ খানি। 


গায়ে জড়ানো সাদা সিল্কের শাড়ি,

পাড়টা তার লাল টুকটুকে।

কপালে লাল টিপৃ,

কাজল টানা হরিণী চোখ।


মুগ্ধতায় হারিয়েছি তোমার এলোকেশে,

দেখ, আমার চোখ আঁটকে গিয়েছে।

মনে হচ্ছে দুর্গা মায়ের আদলে মাখা, 

সূর্যের নিলীয়মান এক রোদসীকে দেখছি।

তুমি সাক্ষাত দুর্গা প্রতিমা।


আমি ছিলাম টুকটুকে লাল রঙের সিল্কের পাঞ্জাবিতে।

তোমার আমার চোখ আঁটকে গিয়েছিল সেদিন।

জানিনা, কতোক্ষণ তাকিয়ে ছিলাম এমন মধুর ক্ষণে।

যুগের পর যুগ চলে যাক,

এমন সাক্ষাত দুর্গার প্রতিমা বিসর্জ্জন যেন না হয়, 

এটাই আমার  প্রার্থনা দুর্গা দশমীতে।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন