SS TV live
SS News
wb_sunny

Breaking News

বৈরী আবহাওয়া উপেক্ষা করে ১লাখ ৫ হাজার মিটার জাল ও ১৫ কেজি ইলিশ জব্দ

 






সোনারগাঁ সময়ঃ বৈরী আবহাওয়া উপেক্ষা করে মেঘনা নদীর বিভিন্ন স্থনে অভিযান চালিয়ে নৌ পুলিশের সহায়তায় মেঘনা নদী থেকে ১ লাখ ৫ হাজার মিটার জাল ও ১৫ কেজি ইলিশ জব্দ করেছে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার

এসময় সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার,বলেন চলতি মাসের ১৪ তারিখ থেকে টানা ২২ দিন ইলিশ মা ধরা, সরবরাহ ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার।

গুড়ি গুড়ি বৃষ্টি, নদীতে স্রোত আর মেঘলা আকাশ ইলিশের প্রজননের উপযুক্ত সময়।এ সময়ে নির্বিঘ্নে ইলিশের প্রজনন যাতে ব্যাহত না হয় সেজন্য উপজেলা মৎস্য কার্যালয় নৌ পুলিশের সহায়তা সকাল থেকে উপজেলার মেঘনা নদী থেকে ১ লাখ ৫ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জালগুলোকে পুড়িয়ে ফেলা হয় এবং জব্দকৃত ১৫ কেজি ইলিশ মাছগুলোকে ২টি মাদ্রাসায় দান করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন