নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের উত্তর কাজীপাড়া এলাকা থেকে মোঃ আলম (৩৫) নামের এক ব্যাটারী চালিত অটো চালক নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নিখোঁজের ৩দিন পেরিয়ে গেলেও ছেলেকে খুঁজে না পাওয়ায় বুধবার তার বাবা আমির হোসেন সোনারগাঁ থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।
ডায়েরীতে নিখোঁজ মোঃ আলমের বাবা আমির হোসেন উল্লেখ করেন, উপজেলার জামপুর ইউনিয়নে উত্তর কাজীপাড়া তার বাড়ী হতে গত মঙ্গলবার দুপুর ২টার দিকে যাত্রী পরিবহনের জন্য তার ব্যাটারী চালিত অটো রিক্সাটি নিয়ে বাড়ী থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ হয়। আত্বীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর তাকে পাওয়া যায়নি। অবশেষে গতকাল মঙ্গলবার বিকেলে ছেলের সন্ধান চেয়ে সোনারগঁ থানায়
একটি মন্তব্য পোস্ট করুন