সোনারগাঁও থানার অফিসার্স ইনচার্জ রফিকুল ইসলামের তদারকিতে, র্যাব-১১এর একটা চৌকস টিম কুমিল্লার তিতাস থেকে ধর্ষণ মামলার আসামী মোঃ রাব্বী (২২) কে গ্রেফতার করে।
ঘটনায় প্রকাশ, মঙ্গলবার (০৬ অক্টোবর) রাত ০৩ ঘটিকায় সোনারগাঁও উপজেলার হারিয়া জেলেপাড়া এলাকার কামাল হোসেনের বখাটে ছেলে মোঃ রাব্বি, চাচা আলাল ভূঁইয়ার গৃহে চোরের ন্যায় প্রবেশ করে তারই চাচাতো বোন মাকসুদা আক্তারকে (১৩) ভয় ভীতির মাধ্যমে জোর পূর্বক ধর্ষণ করে।
সকালে অচেতন অবস্থায় তাকে উদ্ধারের পর হাসপাতালে নেয়া হয়।
পরবর্তী সময়ে বিকেলে মাকসুদা আক্তারের মা সালমা বেগম (৩০) সোনারগাঁও থানায় রাব্বীকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষন করেন।
তিনি বলেন, কোনো অপরাধী ছাড় পাবে না।
ধর্ষণ একটি ভয়াবহ অপরাধ তাই আমি বিষয়টি কে গুরুত্ব সহকারে দেখছি। আসামী গ্রেফতার হয়েছে,অবশ্যই অপরাধী রাব্বীকে আইনের আওতায় যথাযথ শাস্তি দেয়া হবে।
এদিকে র্যাব-১১,পলাতক ধর্ষক মোঃ রাব্বিকে কুমিল্লার তিতাস উপজেলা থেকে গ্রেফতার করে সোনারগাঁও থানায় সোর্পদ করে।
একটি মন্তব্য পোস্ট করুন