SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে দৈলেরবাগ এলাকায় বৃষ্টি জেনারেল স্টোরে দুর্ধর্ষ চুরি,

 


সোনারগাঁও পৌরসভার দৈলেরবাগ এলাকায় বুধবার রাতে বৃষ্টি জেনারেল স্টোর নামে একটি দোকানের তালা কেটে প্রায় ২০ হাজার টাকার সিগারেট সহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে।

বৃষ্টি জেনারেল স্টোরের মালিক আক্তার হোসেন সোনারগাঁও সময়'কে জানান,প্রতিদিনের ন্যায় বুধবার রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যায়,

বৃহস্পতিবার সকালে এসে দোকানের সাটারের তালা কাটা দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করে দেখতে পায় দোকানের সকল মালামাল এলোমেলো এবং ক্যাশে থাকা প্রায় ২০ হাজার টাকা মুল্যের সিগারেট সহ অন্যান্য মালামাল নেই,এ চুরির ঘটনার পর থেকে আসেপাশের সকল দোকানদার নিরাপত্তাহীনতায় ভুগছে।

কয়েকদিন আগে বৈদ্যেরবাজার ইউনিয়নের মনারবাগ বাজারে ফাইজা মেডিসিন কর্নারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এতে করে দোকান মালিক থানায় মামলা করলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

দৈলেরবাগ এলাকার নদীরপার বালুর মাঠে সন্ধ্যা থেকে রাতভর চলে জুয়াড়ি ও মাদক ব্যাবসায়ীদের জমজমাট আড্ডা,মাঝেমধ্যে পুলিশি অভিযান চললেও আবার জমে উঠে সেই আড্ডা,


Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন