মাজহারুল রাসেল : নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার বাসস্ট্যান্ডে অবস্থিত ফুটওভার ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, সরেজমিনে দেখা যায় ব্রীজের পশ্চিম পাশ থেকে দ্বিতীয় নাম্বার পিলারের পরের স্থানে ৬টি নাট থেকে ৪ টি নাট লুজ হয়ে পড়ে গেছে এর জন্য ফুট ওভারব্রিজের মাঝখানে ফাটল দেখা দিয়েছে।
প্রতিদিন লক্ষ লক্ষ লোকের যাতায়াত হয় এই ফুটওভার ব্রিজটি দিয়ে। যাতায়াতের সময় লক্ষ্য করা যায় ফুটওভার ব্রীজে যাতায়াতের সময় নানা ধরনের শব্দের সৃষ্টি হচ্ছে এবং ব্রিজের নিচে থেকে লক্ষ্য করলে দেখা যায় যে ব্রিজে ফাটল সৃষ্টি হয়েছে। তাই যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা সৃষ্টি হতে পারে।
তাই এই দুর্ঘটনা থেকে মুক্তি পেতে ফুটওভার ব্রিজটিতে চলাচল করা সাধারণ জনগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে দ্রুত ফুটওভার ব্রিজটি মেরামতের জন্য সুদৃষ্টি কামনা করছেন।
একটি মন্তব্য পোস্ট করুন