SS TV live
SS News
wb_sunny

Breaking News

গাইবান্ধায় বিয়ের প্রলোভনে কিশোরী ধর্ষণের শিকার




জিহাদ হক্কনী : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের দূর্গম চরাঞ্চল ভাটিকাপাসিয়া গ্রামের এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগে গত শনিবার রাতে থানায় দুইটি মামলা রুজু করা হয়।নারী ও শিশু নির্যাতন মামলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাহার মামলা নম্বর৬/৩৬১ ও ৭/৩৬২ আদীর্ঘদিন থেকে ওই গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে আনোয়ার“ল ইসলাম (৪০) অসহায় কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছিল। শনিবার সকালে কিশোরী বিয়ের দাবি নিয়ে আনোয়ার“লের বাড়িতে অবস্থান নিলে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ধুবনি তদন্ত কেন্দ্রের এস আই রাজেন্দ্র মোহন চাকি ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই কিশোরীকে উদ্ধার এবং ওই বাড়িতে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে থানায় নিয়ে আসে। এর ফঁাকে লম্পট আনোয়ার“ল সটকে পড়ে। 



জানা গেছে, আনোয়ার“ল একজন প্রতারক ও মাদক ব্যবসায়ী। এর আগেও সে দুই মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার পর বিয়ে করে তাদের তালাক দিয়েছে। বর্তমানে তার এক স্ত্রী রয়েছে। উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি নিমাই ভট্টাচার্য্য জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন কিশোরী একজন এতিম। তার মা দূর্গম চরাঞ্চলে একটি চালার মধ্যে মেয়েকে নিয়ে বসবাস করত। তিনি এ ঘটনায় দৃষ্টান্ত মুলক বিচারের দাবি জানিয়েছেন। গত শনিবার রাতে এ নিয়ে নারী শিশু নির্যাতন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। গতকাল রোববার কুমারি কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানা পুলিশ পরিদর্শক বুলবুল ইসলাম জানান, আসামি আনোয়ার“লকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন