জিহাদ হক্কনী : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বালুবাহী ট্রাক্টর (কাকড়া) চাপায় ছালেহা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের কামারপাড়া-কান্তনগর আঞ্চলিক মহাসড়কের বেহারাপাড়া মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছালেহা বেগম সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের দামোদরপুর গ্রামের মৃত্যু আবু তালেবের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে উপজেলার কামারপাড়া থেকে একটি অবৈধ ট্রাক্টর (কাকড়া) বালু নিয়ে কান্তনগরের দিকে যাচ্ছিলো। পথে কামারপাড়া-কান্তনগর আঞ্চলিক মহাসড়কের বেহারাপাড়া মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ছালেহা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধার।
দামোদরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মতিউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ট্রাক্টরসহ চালক ও হেলপারকে আটক করেছে স্থানীয় লোকজন।
একটি মন্তব্য পোস্ট করুন