মোঃ মিঠু আহমেদঃ
নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের কাজীরগাঁও এলাকায় ডোবার পানিতে ডুবে সামির(৯) নামে এক শিশু মারা গেছে।
স্থানীয় এলাকাবাসী জানান,সৌদি প্রবাসী শাহিনের মিয়ার ছেলে সামির সহ ৩জন শিশু দুপুর ১২টার সময় বাড়ীর পাশে থাকা ডোবার পানিতে নৌকা নিয়ে খেলতে থাকে,এক পর্যায়ে নৌকাটি ডুবে গেলে সাতার কেটে সাথে থাকা দুজন উপরে উঠে গেলেও শিশু সামির সাতার না জানায় পানিতে তলিয়ে যায়,পরে স্থানীয় এলাকাবাসীকে জানালে প্রায় ১ঘন্টা খোজাখুজির পর শিশু সামিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
একটি মন্তব্য পোস্ট করুন