জিহাদ হক্কনী : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে নয়ন মিয়া (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের নগর কাটগড়া (চরপাড়া) গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে। মৃত নয়ন মিয়া ওই এলাকার সিরাজুল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, নয়ন ও তার পিতা সিরাজুল মিয়া কৃষি জমিতে কাজ করছিলো। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে পাশে থাকা ডিজেল চালিত শ্যালো মেশিনের ঘরে আশ্রয় নেয় তারা। এসময় হঠাৎ বজ্রপাত ঘটলে নয়নের শরীর ঝলসে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুজ্জামান সরকার জানান, কৃষি জমিতে কাজ করছিলেন নয়ন মিয়া ও তার পিতা। এসময় হঠাৎ বজ্রপাতে নয়ন মিয়ার মৃত্যু হয়।
একটি মন্তব্য পোস্ট করুন