SS TV live
SS News
wb_sunny

Breaking News

গাইবান্ধয় ভবন ধসে শ্রমিক সহ নিহত-২




গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার ডিবি রোডে সরকারি চারলেন প্রকল্পের রাস্তার পাশের স্থাপনা সড়ানোর কাজ করার সময় ভবন ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভবনের পিলারের নিচে চাপা পড়ে এক শ্রমিকসহ ২ জন নিহত ও দুই জন আহত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের ডিবি রোডে এ ভবন ধসের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শ্রমিক আজাদ মিয়া (৩৭)। তিনি সদর উপজেলার খামার বোয়ালি গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে। এছাড়া পথচারী আব্দুল ওয়াহেদ (৫০)। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তিনি গাইবান্ধা বিসিক শিল্প নগরীতে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সদর উপজেলার ডিবি রোডে সরকারি চারলেন প্রকল্পের রাস্তার পাশের স্থাপনা সড়ানোর কাজ করছিলেন কিছু শ্রমিক। এ সময় হঠাৎ করে ভবন ধসে পিলারের নিচে চাপা পড়ে শ্রমিক আজাদ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া ভবনের পিলারের চাপায় পথচারী আব্দুল ওয়াহেদসহ ৩ জন গুরুত্বর আহত হন। পরে আহত ৩ জনকে উদ্ধার পরে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন আব্দুল ওয়াহেদ নামে এক পথচারীর মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার।



Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন