SS TV live
SS News
wb_sunny

Breaking News

প্রাইম ইসলামী লাইফের বীমাগ্রাহকের মরণোত্তর বীমাদাবীর চেক প্রদান

 



মোঃ মিঠু আহমেদঃ

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বীমাগ্রাহক মরহুম মাষ্টার শাফি হোসেন চিশতী (ইউশা) এর মরণোত্তর বীমাদাবির ৪,৪০,২৮০/- (চার লক্ষ চল্লিশ হাজার দুইশত আশি) টাকার চেক উক্ত বীমার মনোনীতক তথা বীমাগ্রাহকের পিতা লায়ন ড. সাজ্জাদ হোসেন চিশতী (দৈনিক জবাবদিহির পরিচালক ও যুগ্ম সম্পাদক) এর নিকট হস্তান্তর করা হয়।


উক্ত চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আপেল মাহমুদ, এসিআইআই (ইউকে), চিফ কনসালটেন্ট রহিম উদ্-দ্দৌলা চৌধুরী, ডিএমডি ও ইনচার্জ (উন্নয়ন প্রশাসন) মোঃ আনিছুর রহমান মিয়া, এসইভিপি ও ইনচার্জ (প্রশাসন) কাজী আবুল মনজুর, এসইভিপি ও ইনচার্জ মীর ফেরদৌস আহাম্মেদ (ঢাকা কপোর্রেট জোন-৪), জেএসভিপি ও ইনচার্জ (পলিসি ও দাবী) মুহাঃ আলমগীর হোসেন খান।


Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন