সোনারগাঁও সময়ঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে উপজেলা হলরুমে সোনারগাঁয়ে শতাধিক প্রতিবন্ধী ও সুস্থদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়দের মাঝে এসব হুইল চেয়ার বিতরণ করেন।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের সহকারী ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য মোঃ ফারুক হোসেন, মোস্তাফিজুর রহমান মাসুম, মহিলা সদস্য ও সোনারগাঁ মহিলা আওয়ামীগের সভাপতি এ্যাডভোকেট নূর জাহান বক্তব্য রাখেন। এসময় জেলা আওয়ামী লীগের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সমাজ সেবা সমন্বয় পরিষদের সভাপতি শামসুজ্জামান ভাসানি, সাংবাদিক মাহফুজুর রহমান, আওয়ামী লীগ নেতা নির্মল সাহা, সোনারগাঁ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উর্মি আক্তার, সাংগঠনিক সম্পাদক মোসাঃ হেলেনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন