SS TV live
SS News
wb_sunny

Breaking News

উদ্ববগঞ্জ ব্রিজটি এখন মরণ ফাঁদ দেখার কেউ নেই

 


 সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া  থেকে  বৈদ্যের বাজার যাওয়ার পথে ব্রিজটি  অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুরাতন  রাস্তা,  এ রাস্তা দিয়ে  দৈনিক চলাচল করেন  ৪ থেকে ৫টি থানার লোকজন।  প্রায় ১ লক্ষ লোকের  বেশি যাতায়াত রয়েছে  এরাস্তা দিয়ে।   প্রাচীন  এ  রাস্তাকে ঘিরে  দুপাশে  হাট-বাজার, তারমধ্যে  উল্লেখযোগ্য হলো  আনন্দবাজার  কালের পরিবর্তনে  এবং দেশ শিল্পায়নের কারণে  এরই মাঝে  ৩টি ইকোনমিক জোন ও বেশ কয়েকটি  শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তার মধ্যে  উল্লেখযোগ্য হলো আমান গ্রুপ,  মেঘনা গ্রুপ, বেঙ্গল  গ্রুপ, ও ছোট বড় অসংখ্য  কারখানা রয়েছে এ সমস্ত কোম্পানির ভারি যানবাহনের চলাচলের প্রধান রাস্তা  হচ্ছে এই  মোগরাপাড়া চৌরাস্তা হইতে বারদী। তাই গুরুত্বপূর্ণ রোড বলা যায়। ব্রিজ তো নয়  যেন  মৃত্যুর ফাঁদ  ঝুঁকিপূর্ণ  ব্রিজের উপর দিয়েই প্রতিদিন চলছে  হালকা থেকে শুরু করে ভারী যানবাহন  মাঝেমধ্যে  গড়ছে  দুর্ঘটনা  তাই এলাকাবাসীর অনেক দিন ধরেই   দাবি করে আসছে।  বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই  যেন   এ    ব্রিজটি  সংস্কার করে  মানুষের  নিরাপদ  চলাচলের  উপযুক্ত করা হয়।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন