নিজস্ব প্রতিবেদকঃ পিরোজপুর ইউনিয়নের প্রতাপের চর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিমের স্ত্রী ও সন্তান ইয়াসিন মিয়ার বসত বাড়ি আগুনে পুড়ে গিয়ে ১০ লক্ষ টাকার ক্ষতিগ্রস্থ হন।
মঙ্গলবার সকালে মুক্তিযোদ্ধা ফজলুল করিমের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বুধবার সকালে তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজ খবর নিতে গিয়ে তিনি এ এক লাখ টাকার চেক প্রদান করেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের প্রতাপের চর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে এক লাখ টাকার অনুদান দিয়েছেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার
মাসুদুর রহমান মাসুম
এ সময় উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের মেম্বার সেলিম রেজা ও মাসুম বিল্লাহ।
একটি মন্তব্য পোস্ট করুন