তন্দুরি চিকেন খেয়েছেন সবাই। কিন্তু তন্দুরি চা খাওয়া হয়নি অনেকের। তাই সোনারগাঁয়ের চা প্রেমীদের জন্য শাই এন্ড ক্যাফ নিয়ে আসলো বিভিন্ন দেশের বিভিন্ন স্বাদের চা,শাই এন্ড ক্যাফের উদ্যোক্তা আরফান করিম জানান, সোনারগাঁয়ের চা প্রেমীদের কথা মাথায় রেখে দীর্ঘদিন ধরে ভাবছিলাম কিছু একটা করবো,
প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত হাজী জালাল টাওয়ারের নীচ তলায় পাবেন আমাদের শাই এন্ড ক্যাফের বিভিন্ন স্বাদের চা।
প্রতিটি ফ্লেভারের চা পাবেন মাটির ছোট ছোট হাড়িতে
যে যে স্বাদের চা পাচ্ছেনঃ-
মসলা চা
তান্দুরি চা
মাখন মালাই চা
চকোলেট চা
একটি মন্তব্য পোস্ট করুন