সোনারগাঁও সময়ঃ সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের ১০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্টর মেশিন (আলোক বিকিরণের যন্ত্র) বিতরণ করা হয়েছে। সোনারগাঁওয়ের শিক্ষাবান্ধব নেতা হিসেবে পরিচিত পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক ও থানা আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দুপুরে এলজিএসপি-৩ (বিবিজি) ২০১৯-২০২০ বছরের অর্থায়নে পিরোজপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটি স্কুলের কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকদের হাতে এসকল প্রজেক্টর মেশিন তুলে দেন।
যেসব বিদ্যালয়ে প্রজেক্টর বিতরণ করা হয়েছে সেগুলো হল, খাসেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোরবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাতুয়াকান্দী সরকারি প্রথামিক বিদ্যালয়, কান্দারগাঁও সরকারি প্রথামিক বিদ্যালয়, ঝাউচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রতাপেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাগেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রজেক্টর মেশিন বিতরণ অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মাসুম বলেন, ভবিষ্যতে বাকী স্কুলগুলোতে প্রজেক্টর মেশিন বিতরণের পাশাপাশি সকল স্কুলগুলোকে ডিজিটাল পদ্ধতির আওতায় আনা হবে।
এ সময় পিরোজপুর ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন