SS TV live
SS News
wb_sunny

Breaking News

অবশেষে মসজিদের পাশে লিকেজ গ্যাস মিটারটি খুলে নিলো তিতাস।


সোনারগাঁও সময়ঃ  
সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া  চৌরাস্তার বাস স্ট্যান্ড জামে মসজিদের পাশে বিপদজনক অবস্থায় থাকা মধুবন মিষ্টির দোকানের লিকেজ গ্যাস মিটারটির সংযোগ বিচ্ছিন্ন করে খুলে নিলেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

গতকাল ২১ শে সেপ্টেম্বর স্থানীয় অনলাইন পোর্টাল "সোনারগাঁও সময়"এ "সংশয়ে সোনারগাঁওবাসী তল্লার মতো পরিনতি হবে নাতো চৌরাস্তার জামে মসজিদ!!" এই শিরোনামে সংবাদটি  প্রকাশিত হওয়ার পর পরই সোনারগাঁওয়ের জনপ্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের দৃষ্টিগোচর হয়। তিনি বিষয়টি তিতাস কর্তৃপক্ষকে অবগত করলে আজ সোমবার দুপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বিপদজনক জায়গা ও বকেয়া বিলের প্রেক্ষিতে সংযোগ বিচ্ছিন্ন  করে মিটারটি খুলে নিয়ে যায়। 

এসময় স্থানীয় মুসল্লীবৃন্দ ও দোকানদারেরা জানান, আমরা এতোদিন সংশয়ে ছিলাম কখন নারায়ণগঞ্জের তল্লার মতো দূর্ঘটনা ঘটে কিন্তু স্থানীয় পোর্টালে নিউজ প্রচারের পর আজ তিতাস গ্যাস কর্তৃপক্ষ  লাইনটি বিচ্ছিন্ন করে দিলে আমরা সস্তিবোধ করছি।  

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন