গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার নিউ ব্রীজ সংলগ্ন ঘাঘট নদীর দুই পাড় অবৈধ বালু’র দখলে শহর রক্ষা বাধ চরম হুমকীর মুখে। সচেতন মহল জেলা প্রশাসকসহ পানি উন্নয়ন বোর্ডের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গাইবান্ধা শহরস্থ নিউ ব্রীজ সংলগ্ন ঘাঘট নদীর দু’পার্শ্বে চলছে অবৈধভাবে বালু’র রমরমা ব্যবসা। অসাধু বালু ব্যবসায়ী , মাসুদ রানা, সুজা মিয়া, তাজেল মিয়া, এমদাদুল হক, বাদল মিয়া, চৌধুরী, রুহুল, আনজু, নুরুল ইসলাম, সাখাওয়াত, কামরুল, মাসুদ ও শাহিন নৌকা ও ট্রলার বোঝাই করে নদীর দু’পার্শ্বে গড়ে তুলেছেন বালুর পাহাড় । এসব বালু বিক্রয়ের জন্য প্রতিদিন অজস্র ট্রলি ও কাঁকাড়া যাতায়াতের ফলে বাঁধের রাস্তা ভেঙ্গে হুমকীর সম্মুখীন হচ্ছে। অন্যদিকে পরিবেশ দুষন, যানজট সৃষ্টিসহ প্রতিনিয়তই অহরহ দুর্ঘটনা ঘটছে। এ ছাড়াও সচেতন এলাকাবাসী জানান, বাঁধের উত্তর-দক্ষিণ দু’পাড় দখল করে যেভাবে বালু ব্যবসা করে বাঁধের ক্ষতিসাধন করছেন তাতে করে আগামীতেও শহর রক্ষা বাঁধ টিকানো খুবই দুঃস্কর হয়ে পড়বে। এ ব্যাপারে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান জানান, আমরা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে পত্র দিয়েছি। অতি দ্রুত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সমস্ত অবৈধ দোকান /ব্যবসা প্রতিষ্ঠান ও বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে
একটি মন্তব্য পোস্ট করুন