সোনারগাঁও সময়ঃ সোনারগাঁয়ে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার( ৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার সভাকক্ষে ইউএনও আতিকুল ইসলাম সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা করেন।
অনুষ্ঠানে সদ্য যোগদানকৃত ইউএনও আতিকুল ইসলাম সাংবাদিকদের সাথে পরিচিত হয়ে উপজেলার করোনা পরিস্থিতি, জনসচেতনতা বৃদ্ধি ও উন্নয়ন ভাবনা নিয়ে সার্বিক অবস্থা সম্পর্কে তুলে ধরার জন্য আহবান করেন।
প্রাচীন বাংলার এই রাজধানী সম্পর্কে অবগত করতে গিয়ে করোনাকালীন মহামারী এবং এলাকার নানাবিধ সমস্যা শিক্ষা, পরিবেশ দূষন,অবৈধ বালু উত্তোলন ও জমিভরাট,মাদকসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন স্থানীয় সাংবাদিকবৃন্দ।
এসময় সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁও প্রেস ক্লাব,রিপোর্টার্স ক্লাব, উপজেলা প্রেস ক্লাব,থানা প্রেস ক্লাব,প্রেস ইউনিটিসহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
একটি মন্তব্য পোস্ট করুন