নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্ট স্যানিটেশন প্রকল্পের আওতায় পানি সরবরাহ ও পাইপলাইন নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৪ ঘটিকায় সোনারগাঁ পৌরসভা মাঠে ৩৫ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোনারগাঁ পৌরসভার প্যানেল মেয়র নাসিম পাশার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।
সোনারগাঁ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ খালেদ সালাউদ্দিন, প্রকল্পের উপ- পরিচালক ফাহিম হাসান সিরাজী, সোনারগাঁ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো নাজমুল হাসান, সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির আহবায়ক এম এ জামান, পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক সিরাজুল ইসলাম ভূঁইয়া ও সোনারগাঁ পৌরসভার মহিলা কাউন্সিলর জাহেদা আক্তার মনি।
এসময় সোনারগাঁ পৌরসভার কাউন্সিলর, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন