পল্লব সরকার,স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে বুধবার (২ সেপ্টেম্বর) দেশজুড়ে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে
প্রণব মুখার্জির জন্য আজ সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে।
উপমহাদেশের প্রবীণ রাজনীতিবিদ ও বাংলাদেশের প্রিয় বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অাত্মার শান্তি কামনায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আয়োজিত নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার বলরামপুর গ্রামের, বলরামপুর সার্বজনীন কালী মন্দিরের সামনে শিক্ষক পৃথু সরকার (পার্থ)।প্রণব মুখার্জির প্রতি শ্রদ্ধা রেখে অর্ধনমিত জাতীয় পতাকা উড়তে দেখা গেছে এবং উনার আত্মার শান্তির জন্য সকল শিক্ষার্থীদের সমন্বয়ে সমবেত প্রার্থনার বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত করেন।
একটি মন্তব্য পোস্ট করুন