জিহাদ হক্কনী: গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলা রাজাহার ইউপির হিমাগারের মুল গেইট সংলগ্ন বানেশ্বর হতে পানিতলা গামী পাকা রাস্তার উপর হতে অদ্য ১১ সেপ্টেম্বর শুক্রবার বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের এসআই বাবলুর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ২৮ বোতল দেশীয় মদ সহ ৩ জনকে আটক করে পুলিশ। ১। নাসিম মিয়া (২৩) পিতা জামিল আহম্মেদ ডেক্সটার ২। সোহান আলী (২০) পিতা মৃত হান্নান আলী ৩। রাশেদূল ইসলাম (২৫) পিতাঃ মৃত আজিবর মন্ডল, সর্ব সকলের সাং শিহিপুর, থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধাদের কে আটক করেন। এ বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে এম মেহেদী হাসান ।
উদ্ধার কৃত দেশীয় মদের মূল্য অনুঃ ২ হাজার ৮ শত টাকা। এ বিষয়ে আসামিদের বিরুদ্ধে থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন