SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁও জার্নালিষ্ট ক্লাবের নৌ -ভ্রমণ ও আনন্দ আড্ডা।




নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে   সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাবের সাংবাদিদের  নৌ-ভ্রমণ ও  আনন্দ আড্ডা
অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর শনিবার সকালে  সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাবের  আয়োজনে  ক্লাবের সদস্য ও আমন্ত্রিত  অতিথি নিয়ে  নৌ-ভ্রমণ বৈদ্যের বাজার ঘাট হইতে  নদীপথে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার মিনি কক্সবাজার ষোল আনী  নদীর পাড়ে এক আনন্দ আড্ডার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন, সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাবের    সভাপতি মোঃঃ শেখ এনামুল হক বিদ্যুৎ, এ-র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,বাবু চন্দন শীল, সহ-সভাপতি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ।
সভাপতি,একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নারায়ণগঞ্জ জেলা।জার্নালিষ্ট ক্লাবের সাধারণ সম্পাদক শওকত ওসমান সরকার রিপনের পরিচালনায় আনন্দ আড্ডায় সাংবাদিকদের   বিভিন্ন গান, কবিতা, কৌতুক, ছড়া পরিবেশনসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিয়ে পরামর্শ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন জার্নালিষ্ট  ক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন , যুগ্ন সম্পাদক রাকিবুল হাসান, অর্থ দপ্তর সম্পাদক মোঃ সুজন প্রকাশনা প্রচার  সম্পাদক   সামির সরকার সবুজ,  মাজহারুল  রাসেল,  মোঃ সোহাগ,  মামুন,  মনির হোসেন,  সাইফুল ইসলাম, মিঠু আহম্মেদ  প্রমুখ।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন