SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে সড়ক-দূর্ঘটনায় চিত্রশিল্পী নিহত।

 


নিজস্ব প্রতিনিধিঃ সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় শামীম মিয়া নামের এক চিত্রশিল্পী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (২৬ আগষ্ট) সকাল ১০ টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের নয়াপুর কনফিডেন্স ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার লক্ষণখোলা গ্রামের চিত্রশিল্পী শামীম হোসেনসহ তিনজন একটি মোটরসাইকেলযোগে সোনারগাঁয়ের জামপুর মাঝেরচর উচ্চ বিদ্যালয়ে কাজে যাচ্ছিলেন। এসময় নয়াপুর কনফিডেন্স ফ্যাক্টরির সামনে অন্যদিক থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলে শামীম নিহত হন। অপর আরোহীর একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. মোজাফফর হোসেন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে গ্রেফতার করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।


Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন