SS TV live
SS News
wb_sunny

Breaking News

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলা প্রতিবন্ধি মতিউর এর পাশে দাড়ালেন ইউ এন ও

 


জিহাদ হক্কনী :গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন এর চরের এক হতভাগা শিশু। ২ বছর বয়সে তার বাবা তাদের ছেড়ে চলে যায়। ৫ বছর বয়সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার দুই টি হাত ই নষ্ট হয়ে যায়। এরপর তীব্র কষ্টের জীবন। 


তার বয়সি ছেলেমেয়েরা যখন স্কুলে পরে, খেলাধুলা করে সেই সময়ে সে জীবনের হতাশার অন্ধকারে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে। ২১ আগস্ট শুক্রবার দুপুরে অফিসে বসে থাকা পুলিশ অফিসার দেখতে পান, মতিউর নামের ছেলেটা অসহায়ের মতন দারিয়ে সে অফিসের জানালার পাশে দাড়িয়ে ছিল অবনত মস্তকে। 


তার সাথে কথা বলে তার জীবনের এই কষ্টের কাহিনি জানতে পারলাম। পরবর্তীতে ইউএনও মহোদয় কে অবহিত করা মাত্র তিনি তাকে ডেকে নেন, তার কষ্টের কথা শোনেন। এত বছরেও সে প্রতিবন্ধী ভাতা পায় নি!!! এইবার তার ভাতার ব্যাবস্থা হয়েছে। 


দুইদিন আগে ফেসবুকে এমনি এক অসহায় ব্যাক্তির ভিডিও ভাইরাল হয়। তার জন্য কৃত্তিম হাতের ব্যাবস্থা করতে অনেকেই এগিয়ে এসেছে। মতিউর এর জন্য কি কোন দয়াবান মানুষ এগিয়ে আসবেন? তাকে বেচে থাকার মত একটা ব্যাবস্থা করে দেবেন?

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন