SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি।

 

 নিজস্ব প্রতিনিধিঃ  

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড তাতুয়াকান্দি গ্রামে ১০ই আগস্ট রাত ১টার সময় সৌদি প্রবাসী রবিন মিয়ার বাড়িতে কেচি গেট এর তালা কেটে ডুকে ভিতরে আরো দুইটি দরজা ভেঙে  প্রবেশ করে অজ্ঞাত ২০–২৫ ডাকাত দল তারা ভিতরে গিয়ে দেশীয় অস্ত্র রাম দা চাপাতি ও চাইনিজ কুরাল নিয়ে ঘরে থাকা রবিন মিয়ার স্ত্রী ও মা র গলায় ধরে তাদের থেকে আলমারির চাবি ছিনিয়ে নেয় এবং ঘরে থাকা নগত ১লক্ষ ৫০ হাজার টাকা ও ৬ভরি স্বর্ণকার সহ দুটি স্মার্টফোন ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় ও একই বাড়িতে রবিন মিয়ার বড় ভাই নুরা মিয়ার ঘরের ভিতরে একই কায়দায় প্রবেশ করে ঘরে থাকা নগদ  ৫৯হাজার টাকা এবং চারটি স্মার্টফোন ৮ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় পরে মসজিদের মুহাজ্জিন সজাগ হয়ে মাইকিং করলে এলাকায় লোকজন বের হলে ডাকাত দল যাওয়ার পথে সাব্বির নামে এক যুবকে এলোপাতাড়ি কুপিয়ে যায় তার অবস্থা আশঙ্কাজনক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে ডাকাত দল যাওয়ার পথে ২ টি ককলেট বোমা ফাটিয়ে যায় এই ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে রিপোর্ট লেখার আগ পর্যন্ত ডাকাতির ঘটনায় সোনারগাঁও থানায় তথ্য প্রযুক্তির আইনে মোবাইল ট্যকিং ও ডাকাতির ২টি মামলা করার প্রস্তুতি চলছে

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন