সোনারগাঁও প্রতিনিধিঃ সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবকপার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল মান্নান মেম্বারের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব, প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকার স্থানীয় সর্বস্তরের জনগণ।
একটি মন্তব্য পোস্ট করুন