সোনারগাঁও প্রতিনিধিঃ সোনারগাঁও উপজেলার উদ্ধবগঞ্জ বাজারে এক কাপড়ের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
জানা যায়, সোনারগাঁও উপজেলার উদ্ধবগঞ্জ বাজার এলাকায় আতাউরের মার্কেটে মোঃ জাকির হোসেনের কাপড়ের দোকানের তালা ভেঙে দুর্বৃত্তরা দোকানে থেকে কাপড় সহ নগদ টাকা পয়সা চুরি করে নিয়ে যায়।
১৩ জুলাই বৃহস্পতিবার সকালে দোকানে এসে মালিক জাকির হোসেন দোকানের তালা ভাঙ্গা দেখে আশপাশের দোকানের মালিকদের ডেকে এনে দোকানে প্রবেশ করে দেখে তার দোকানের লুঙ্গি, থ্রিপিস,গামছা, গেঞ্জি, মশারীসহ প্রায় ২ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
অনেকে বলছে সোনারগাঁও থানা থেকে মাত্র ২শ গজ দূরে উদ্ধবগঞ্জ বাজারে আতাউরের মার্কেট কি করে এখান থেকে চুরি হয়। থানা পুলিশের কোন টহল নাই এলাকায়।
সোনারগাঁও থানার তদন্ত অফিসার মোঃ শরিফ মিয়া জানান, চুরির ব্যাপারে অভিযোগ গ্রহণ করা হয়েছে তদন্ত করে আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন