নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে অর্থের অভাবে নিজ মায়ের চিকিৎসা করাতে পারছেন না রোকেয়া নামে এক মেয়ে।
তিনি জানান প্রায় ৫ বছর আগে তার মা ব্রেন স্টোক করার পর থেকে এক সাইড পুরো প্যারালাইসেস হয়ে যায়,তিনবোন একভাইয়ের সংসারে তিনি মেঝো।
সবাই সবার সুখের কথা ভেবে মাকে ছেড়ে চলে গেলেও অসুস্থ মাকে আগলে রেখেছে তিনি,স্বামী স্ট্রোক করার পর ডাক্তার তাকে কোন কাজ করতে নিষেধ করায় অন্যের বাসায় কাজ করে ২মেয়ে,স্বামী ও অসুস্থ মাকে নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন তিনি,
কান্না জড়িত কন্ঠে তিনি আমাদের জানান,
অসুস্থ মা ভালো কিছু খেতে চাইলেও অর্থের অভাবে সম্ভব হয়না বলে অনেক সময় ঘরের বাহিরে গিয়ে বসে থাকেন,অসুস্থ মায়ের ঔষধ শেষ হয়ে গেলেও সময়মত তা আনতে পারেননা তিনি
তার মা বৃদ্ধা ওমেদা বেগমের সাথে কথা বললে তিনি জানান,আমি এখানে থাকতে চাইনা আপনারা আমাকে এখান থেকে নিয়ে যান,আমি কিছু খেতে পাইনা,আমার ঔষধ শেষ আমাকে কেউ এনে দেয়না,
মায়ের এমন অবস্থা দেখে রোকেয়া সমাজের হূদয়বান ও বিত্তশালী মানুষের প্রতি সাহায্যের জন্য অনুরোধ জানিয়েছেন।
যোগাযোগ -01882983056
ঠিকানাঃ মোগরাপাড়া চৌরাস্তা কলাপাতার পেছনের একটি বিল্ডিং ভাড়া থাকে
একটি মন্তব্য পোস্ট করুন