পল্লব সরকার,স্টাফ রিপোর্টারঃ
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
শনিবার সকাল ১১ঃ০০ ঘটিকায় হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট নেত্রকোণা জেলা কার্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা পৌর শহরের সাতপাই কালিবাড়ি মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হিন্দু কল্যাণ ট্রাস্ট্রের নেত্রকোনা সহকারী পরিচালক মোঃ আকরাম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট নেত্রকোনার সম্মানিত ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা এড. অসিত সরকার সজল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মঙ্গল চন্দ সাহা রায়, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিতাংশু বিকাশ আচার্য্য, সাতপাই কালিবাড়ি মন্দির কমিটির সম্পাদক লিটন পন্ডিত প্রমূখ।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন