সোনারগাঁও সময়ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরনে উপজেলার উদ্ধবগঞ্জ অডিটরিয়াম সংলগ্ন মাঠে ৩১আগস্ট সোমবার এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব সোহাগ রনির সভাপতিত্বে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামিম ওসমান ও এ কে এম অয়ন ওসমানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর উপজেলার উদ্ধবগঞ্জ অডিটরিয়াম সংলগ্ন মাঠে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ্যাড. সামছুল ইসলাম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব ইঞ্জি. মাসুদুর রহমান মাসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, পৌর আওয়ামী লীগ নেতা ছগীর আহাম্মেদসহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীবৃন্দ।
এছাড়া অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ছাত্রলীগ নেতা মেহেদী হাসান,শাহজালাল,শাকিল, সাকিব,শাহিন প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন