সোনারগাঁও সময়ঃ সোনারগাঁও সাহিত্য নিকেতনের উদ্যোগে সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। (২২ আগস্ট) শনিবার বিকেলে সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন এর শহীদ মিনার প্রাঙ্গণে এ সাহিত্য সভা অনুষ্ঠিত হয়।
সভায় সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি কবি রহমান মুজিবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রবিউল হুসাইন, অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোখাফখার সাগর, প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোকাররম সলিল,শংকর দাস, সদস্য মাহবুবুল ইসলাম সুমন, ্এরশাদ হুসাইন অন্য, এস এ জগৎ, আলীনূর হাসান প্রমূখ।
সভায় সংগঠনের প্রয়াত সভাপতি বাবুল মোশাররফ স্মরণ সংখ্যা প্রকাশ ও স্মরণ সভা করার সিদ্ধান্তের পাশাপাশি সোনারগাঁও সাহিত্য নিকেতনে বিশেষ অবদান রাখায় আদমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। আগামী সেপ্টেম্বর মাসে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান করার ব্যপারে সবাই একমত পোষন করেন। বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন