আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের লক্ষিপুর গ্রামে গতকাল বিকাল ৪টার দিকে, যুব উন্নয়ন সংস্থার সৌজন্যে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বৃক্ষ রোপন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা করা হয়। উক্ত অনুষ্টানের প্রধান অতিথি ছিলেন এ্যাডঃ খন্দকার সানমুন আহাম্মেদ (ডন) উপজেলা ভাইস চেয়ারম্যান আলমডাঙ্গা। বিশেষ অতিথি মোঃ সামসুজ্জামান সহ অধ্যক্ষ ওসমানপুর প্রাগপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা,জাহাঈীর আলম(মোল্লা) বিশিষ্ট ব্যবসায়িক ও সমাজসেবক,বীর মুক্তিযোদ্ধা লাল মোহাম্মদ ,বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ সাবেক সভাপতি হারদী আ লীগ, ওমর মালিথা সাংগাঠনিক সম্পাদক হারদি, সভাপতিত্ব করেন হাসানুজ্জামান (হাসান) , আনিসুরজ্জামান( রিমন) দপ্তর সম্পাদক ছাত্রলীগ আলমডাঙ্গা ,যুবলীগ নেতা জুয়েল, আরও উপস্থিত ছিলেন আমির মাষ্টার,মারফর, মজিত ,কবি গোলাম রহমান,এছাড়াও ছিলেন সংগঠনের সদস্য নাজমুল,লিপন আহাম্মেদ (লিপু),সজিব, সিহাব,নাজমুল মালিথা প্রমুখ ।প্রধান অতিথি বলেন করোনার এই সময় আসুন আমরা সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার করি এবং আমাদের সন্তানদের লেখাপড়ার দিকে একটু সুনজর রাখতে হবে।
একটি মন্তব্য পোস্ট করুন