জিহাদ হক্কনী :গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা বিএডিসি’র উদ্যোগে খাদ্য নিরাপত্তা নিশ্চিত কল্পে চলতি মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সেচ প্রণোদনা কর্মসূচি বাস্তাবায়নের জন্য গাইবান্ধায় ৩টি উপজেলায় ৪শ ৫৪জন প্রন্তিক কৃষককে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: আবদুল মতিন এই প্রণোদনার কর্মসূচির অর্থ মোবাইল ফোনের মাধ্যমে কৃষকদের প্রদান করেন। এসময় কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ মো: মাসুদুর রহমান, বিএডিসি’র নির্বাহী প্রকৌশলী চিত্র রঞ্জন রায়, উপ-সহকারি প্রকৌশলী মো: মতিউল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী মো: আরমান বাদশাহ, উপকারভোগী কৃষক মো: আব্দুুল মালেক মন্ডল, উপকারভোগী কৃষক মো: আব্দুল আজিজ মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে মোবাইল ফোনের মাধ্যমে ৪শ ৫৪ জন কৃষককে প্রত্যেকে ১ হাজার টাকা করে প্রণোদনার অর্থ প্রদান করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন