জিহাদ হক্কানী, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার উত্তর খোলাহাটী গ্রামে যৌতুকের বলি কলেজছাত্রী ও গৃহবধু সুমাইয়া আক্তার সেতু হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (০৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার গিদারী ইউনিয়নের কাউন্সিলের বাজারে এলাকাবাসীর উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নিহত সেতুর বাবা শাহিন মিয়া, মা রওশন আরা বেগম, খালা হাসিনা বেগম, গিদারীর রহমান নগর কারিগরী স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, গিদারী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, গিদারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গিদারী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ এরশাদ মিয়া প্রমুখ।
বক্তারা, অবিলম্বে সেতু হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে গাইবান্ধা-গিদারী-কামারজানী সড়ক অবরোধ করে বিভিন্ন শ্লোগান দেন বিক্ষোভকারীরা। এসময় সড়কের দুইপাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
একটি মন্তব্য পোস্ট করুন