জিহাদ হক্কনী :গাইবান্ধায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত, গাইবান্ধা অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ২৫ আগস্ট দুপুরে শহরের গোডাউন রোডে এই অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাইবান্ধার উপ-পরিচালক কৃষিবিদ মাসুদুর রহমান।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কামরুজ্জামান এই অফিসের উদ্বোধন ঘোষনা করেন। বগুড়া অঞ্চলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শাহ মো. গোলাম মওলার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ পার্থ কমল কুন্ডু। এছাড়াও বক্তব্য রাখেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা খন্দকার তাহেরাতুল হোসনা, কৃষিবিদ ফারুক হোসেন, নুরুল ইসলাম প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন