পল্লব সরকার,স্টাফ রিপোর্টারঃ
জেলা প্রশাসনের পক্ষ থেকে লাশ পরিবহন ও দাফনের জন্য প্রত্যেক নিহতের পরিবারকে ৭০০০/- টাকা করে প্রদান করা হয়।
নেত্রকোণা জেলার মদন উপজেলাধীন গোবিন্দশ্রী ইউনিয়নে গত বুধবার ০৫ আগস্ট ২০২০ তারিখ আনুমানিক দুপুর ১২.০০ টায় রাজালীকান্দা এলাকায় (উচিতপুর হাওর) ৪৮ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে যায়।
মর্মান্তিক এই ট্রলারডুবিতে ১৭ জন নিহত হন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) এবং ৩০ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
এখন পর্যন্ত ০১ জন নিখোঁজ রয়েছেন। নিহত ব্যক্তিগণ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী। নিহত ১৭ জনের মধ্যে ১৫ জন ময়মনসিংহ সদর উপজেলা ও ০২ জন গৌরীপুর উপজেলার বাসিন্দা।
উদ্ধারকাজে জড়িত স্থানীয় জন প্রতিনিধি, মদন থানা পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় জনগণ।
দূর্ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক, নেত্রকোণা জনাব মঈনুল ইসলাম মহোদয় পুলিশ সুপার, নেত্রকোণা জনাব আকবর আলী মুনশি মহোদয়, সিভিল সার্জন জনাব মোঃ তাজুল ইসলাম মহোদয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা জনাব হাবিবুর রহমান মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার, খালিয়াজুরি জনাব এ এইচ এম আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, মদন সার্কেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা, অফিসার ইন-চার্জ, মদন থানা, মদন পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রমুখ। পরবর্তীতে মদন থানা হতে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে লাশ পরিবহন ও দাফনের জন্য প্রত্যেক নিহতের পরিবারকে ৭০০০/- টাকা করে প্রদান করা হয়।
তাদের মৃত্যুতে মদন উপজেলা প্রশাসন গভীরভাবে শোকাহত। তাদের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মহান আল্লাহ রাব্বুল আলামীন নিহত সকলকে জান্নাতবাসী করুন।
একটি মন্তব্য পোস্ট করুন