SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে নিখোঁজের দুদিন পেরিয়ে গেলেও দেখা মেলেনি রিকশা চালক আশু মিয়ার

 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের মীরেরবাগ গ্রামের আশু মোল্লা নামের এক অটোরিকশা চালক দু’দিন ধরে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার বিকেল থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় নিখোঁজ আশু মোল্লার বড় ভাই বেনু মোল্লা বাদী হয়ে শুক্রবার সকালে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগে নিখোঁজ আশু মোল্লার বড় ভাই বেনু মোল্লা উল্লেখ করেন, বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন আশু মোল্লা। কিন্তু গভীর রাতেও তিনি বাড়িতে না ফেরায় বিভিন্ন এলাকায় খোঁজাখুজি করে তাকে পাননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। বর্তমানে আশু মোল্লা অটোরিকশাসহ নিখোঁজ রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার সোনারগাঁও থানা পুলিশের কাছে দাবি জানিয়েছেন বেনু মোল্লা।


Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন