SS TV live
SS News
wb_sunny

Breaking News

‘পরিবেশের ভারসাম্য রক্ষা করেই কাজ করতে হবে’ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা।





দেশের অর্থনীতি কৃষিনির্ভর উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিল্পায়ন ও খাদ্য নিরাপত্তা অর্জনে পরিবেশের ভারসাম্য রক্ষা করেই কাজ করতে হবে। 


বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বাংলাদেশ ইকনোমিক জোনস অথরিটি বেজা'র গভর্নিং বডির সভায় এ কথা বলেন তিনি।


সকাল সাড়ে ১০টায় ভার্চুয়াল পরিসরেই আয়োজিত হয় বেজা'র গভর্নিং বডির সপ্তম সভা ৷ এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷


এছাড়া, প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অনলাইনে অংশ নেন সংশ্লিষ্ট মন্ত্রী ও বোর্ডের অন্যান্য সদস্যরা ৷ এ সময় অর্থনৈতিক অঞ্চলে দেশি-বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করতে দিক নির্দেশনা দেন সরকার প্রধান। 


তিনি বলেন, দ্রুত শিল্পায়ন নিশ্চিত করতে গিয়ে যেন কোনভাবেই কৃষিজমি নষ্ট না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন