SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁওয়ের বাসস্ট্যান্ড থেকে দুই চাঁদাবাজ গ্রেফতার।

 

সোনারগাঁও সময়ঃ সোনারগাঁও উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় পরিবহনে চাঁদা আদায়কালে ২ চাঁদাবাজকে গতকাল সোমবার সকালে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন, মো. জিয়াউর রহমান ওরফে জিয়া ও মো. বাপ্পি মিয়া। এ সময় তাদের থেকে চাঁদাবাজির নগদ ৭ হাজার ৩শত টাকা উদ্ধার করা হয়।


র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী পিপিএম জানান, কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তায় চলাচলরত যাত্রাবাহী বাস থামিয়ে চাঁদা আদায়কালে মোঃ জিয়াউর রহমান ওরফে জিয়া ও মোঃ বাপ্পি মিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ি প্রতি ৫০ থেকে ১০০ টাকা করে চাঁদা আদায় করে আসছে।


Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন