জিহাদ হক্কানী : গাইবান্ধায় বিদ্যুৎ ভোগান্তির সমস্যা ব্যাপক হয়ে উঠেছে। অতিরিক্ত লোডশেডিংয়ের ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
উত্তরের জেলা গাইবান্ধায় বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তির যেন শেষ নেই। ফলে তীব্র গরমে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন। ব্যবসা-বাণিজ্যসহ বিদ্যুৎ নির্ভর সকল কাজকর্মের উপর লোডশেডিংয়ের বিরূপ প্রভাব পড়েছে।
ঘনঘন বিদ্যুৎ চলে যাওয়ায় দিনের বেলা বিভিন্ন অফিসের কাজ কর্মেও বিড়ম্বনায় পড়তে হচ্ছে লোকজনকে। ভোগান্তি পোহাতে হচ্ছে হাসপাতালে ভর্তি রোগীদেরও।
তবে শহরের চেয়ে গ্রামের অবস্থা বেশি নাজুক। গ্রাহকদের অভিযোগ, দিনে কয়েকবার বিদ্যুতের আসা-যাওয়া হলেও সন্ধ্যার পর লোডশেডিং বেশি হয়।
এদিকে গাইবান্ধা বিদ্যুৎ বিভাগ বলছে, সঞ্চালন লাইন মেরামতের কারণে কিছু দিন থেকে বিদ্যুতের সমস্যা হচ্ছে। লাইন মেরামত শেষ হলে এ সমস্যা কেটে যাবে।
একটি মন্তব্য পোস্ট করুন