SS TV live
SS News
wb_sunny

Breaking News

চুয়াডাঙ্গাতে করোনা আক্রান্ত হয়ে ভাংবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ঠান্ডুর মৃত্যু

 করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আসাবুল হক ঠান্ডুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার লাশ রাতেই চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড়বোয়ালিয়া গ্রামের বাড়িতে নেওয়া হবে।

করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া আসাবুল হক ঠান্ডু(৫৫) আলমডাঙ্গা উপজেলার বড়বোয়ারিয়া গ্রামের মৃত সিদ্দুকুর রহমানের ছেলে ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য।

জানা যায়, বেশ কিছু দিন ধরে আসাবুল হক ঠান্ডু অসুস্থ্য ছিলেন। করোনা পরীক্ষার জন্য ১৪ আগস্ট সকালে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। ১৬ আগষ্ট তার করোনা পজিটিভ হয়। ওই দিন রাতে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে ১৯ আগষ্ট ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে তার মৃত্যু হয়। লাশ রাতেই চুয়াডাঙ্গায় ফিরিয়ে নেওয়া হবে।

স্বাস্থ্য বিধি মেনেই লাশের দাফন সম্পর্ণ হবে।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন